Hooghly

Apr 07 2023, 17:21

*কোন্নগর স্টেশনে জমায়েত আই এস এফ কর্মী সমর্থকদের*

রিষড়ায় যেতে চেয়ে কোন্নগর স্টেশনে জমায়েত আই এস এফ কর্মী সমর্থক দের। শুক্রবার দুপুরে কোন্নগর স্টেশনে জমা হন আই এস এফ সভাপতি সহ বেশ কিছু সমর্থক। বিশাল পুলিশ বাহিনী স্টেশনেই তাদের আটকে দেয়। স্টেশনের মধ্যেই স্লোগান দিয়ে কয়েক পা এগিয়ে যান তারা।

এরপর পুলিশ আধিকারিক দের স্মারকলিপি দিয়ে তাদের দাবী এরপর চন্দননগর এর পুলিশ কমিশনার সহ জেলা গ্রামীন পুলিশের কাছেও রিষড়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষে স্মারকলিপি দেবেন তারা। পরবর্তীতে রিষড়ার মানুষের সাথেও কথা বলার চেষ্টা করা হবে।

Hooghly

Apr 05 2023, 13:24

*স্বাভাবিক ছন্দে ফিরছে রিষড়া*


রিষড়া: তিন দিনের অশান্তির রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রিষড়া। ইট পাটকেল, বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ স্বাভাবিক জনজীবনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষের রুটি-রুজির তাগিদে প্রতিদিনই রাস্তায় বেরোতে হয় মানুষকে। গত তিনদিন যা প্রায় হয়নি বললেই চলে। প্রশাসনের সহায়তায় গন্ডগোল এড়ানো গেলেও রুটি রোজি এখনো বন্ধ রিষরা শহরে।

বুধবার সকালেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় দু একটি দোকান খুলেছে। যা নিত্যদিনের তুলনায় অতি নগণ্য। এরই মধ্যে শান্তির বার্তা নিয়ে পথে নেমেছে বেশ কিছু মানুষ এবং সংগঠন।

রিষড়ার গ্রিন ভলেন্টিয়ার্সরা লিফলেট বিলি করে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কোনরকম বিরূপ পরিস্থিতি তৈরি হলে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষের একটাই আরজি শান্তি ফিরুক শহরে।

Hooghly

Apr 04 2023, 17:27

*লকেটের সঙ্গে পুলিশের তুমুল ঝামেলা*

                                                                   

 রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও রিষড়া স্টেশনে নামতেই তাঁকে বাধা দেয় পুলিশ। শুধু তাই নয়, কেন যেতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় সাংসদের। লকেটকে ঘিরে রেখেছে মহিলা পুলিশ বাহিনী।

একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, 'তৃণমূলের বেলায় সব ছাড়, যত বাধা বিজেপিকে। রেলের জায়গায় ১৪৪ ধারা কে জারি করল।, আর স্টেশনে যদি ১৪৪ ধারা জারি থাকে তাহলে এত যাত্রী যাচ্ছেন কীভাবে। কোন যুক্তিতে পুলিশ আমাকে আটকেছে? কাগজ দেখাক।'

Hooghly

Apr 04 2023, 15:10

*রিষড়া পরিদর্শনে রাজ্যপাল*


হুগলি : রিষড়া র অশান্ত পরিবেশের মধ্যেই মঙ্গলবার রিষড়ার চার নম্বর গেটে আসেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সকাল থেকে গোটা রিষড়া ও শ্রীরামপুর এর কিছুটা অংশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শ্রীরামপুর বটতলায় বিজেপি র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর ধর্না মঞ্চ তুলে দেয় পুলিশ।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে সরাসরি জি টি রোড হয়ে রিষড়ায় আসেন রাজ্যপাল। চারনম্বর রেলগেটে র কাছে গিয়ে থামে রাজ্যপালের কনভয়। রেল লাইনের ওপরে দাঁড়িয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সাথে পুরো ঘটনার বিবরন নেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর এগিয়ে যান গেটের উল্টো প্রান্তে। সেখানে সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি।

এর পর সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন এই অশান্ত পরিবেশ থাকবে না, আপনারা ধৈর্য রাখুন, প্রশাসন পুরো ঘটনা কঠোর হাতে দমন করবে।প্রধান মন্ত্রী এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

সেখান থেকে বেড়িয়ে রিষড়া রাস্তায় গাড়ী থেকে নেমে পথচলতি মানুষের সাথে কথা বলেন তিনি। রিষড়া স্টেশনে গিয়ে সেখানকার স্টেশন মাস্টার আই জি পূর্ব রেল ও সরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সাথে কথা বলেন। সেখান থেকে তিনি কলকাতার উদ্যেশ্যে রওনা হয়ে যান।

Hooghly

Apr 04 2023, 11:42

ফের উত্তপ্ত রিষড়া! বাড়ছে উত্তেজনা


হুগলী: রবিবারের পর সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া চার নম্বর গেট সংলগ্ন এলাকা। দফায় দফায় বোমাবাজি কাঁদানে গ্যাসের সেল, ইট পাটকেল ছোড়াছুড়ি থেকে বাদ যায়নি কিছুই। চার নম্বর গেট সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়। রাতের দিকে বিশাল পুলিশবাহিনী এনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা হয়।

মঙ্গলবার সকালেও যে ছবি সেখানে স্পষ্ট। সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এলাকার দোকানপাট সম্পূর্ণ বন্ধ। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। যারা এই এলাকার বাসিন্দা তারা এইরকম পরিস্থিতি কোনদিন লক্ষ্য করেননি বলেই দাবি। চার নম্বর গেট দিয়ে সকাল থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল, ট্রেন চলাচল তুলনামূলক স্বাভাবিক। কিন্তু কোথাও যেন একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে পুরো এলাকা জুড়ে।

সোমবার কোন্নগর থেকে অবস্থান তুলে নেওয়ার পর মঙ্গলবার শ্রীরামপুরের বটতলায় অবস্থান করার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই পরিস্থিতি কবে যে শান্ত হবে তার দিকে তাকিয়ে হুগলীর মানুষ।

Hooghly

Apr 03 2023, 19:48

*রবিবারের পর সোমবারও ফের উত্তপ্ত রিষড়া*

রবিবারের পর সোমবারও দফায় দফায় উত্তপ্ত রইল রিষড়া। সোমবার সকাল থেকে রিষড়ার বিভিন্ন এলাকায় চলে পুলিশের টহল। পাশাপাশি ওই এলাকায় প্রতিটি যানবাহনে নাকা তল্লাসী চালানো হয়। জিটি রোড এলাকায় বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। এদিন রিষড়ার ছাঁইরোড ও সন্ধ্যাবাজার এলাকায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাসের সেল ফাটায়। একইসঙ্গে ওই এলাকায় পুলিশ লাঠিচার্য করে বলে অভিযোগ। এদিন সারাদিন রিষড়া এলাকা থমথমে ছিল। দোকানপাট সব বন্ধ ছিল। সন্ধ্যার পর কিছু মানুষকে রাস্তায় চলতে দেখা গিয়েছে।

অন্যদিকে রামনবমীর মিছিলে আক্রান্ত বিজেপি নেতা বিমান ঘোষকে দেখতে হিন্দমোটরের একটি নার্সিংহোমে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ থেকে এই সব উষ্কানী দিয়েছেন। পাশাপাশি বলেন, রিষড়ায় ১৪৪ধারা জারি রেখে আমাদের আটকার চেষ্টা করলে আমরা কোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে রিষড়ায় যাব। 

এরপর সেখান থেকে রিষড়া যাবার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ জ্যোতিময় সিং মাহাত। কিন্তু কোন্নগরের বিশালক্ষীতলায় জিটিরোডের উপর পুলিশ বিরাট ব্যারিকেট দিয়ে বিজেপির নেতা কর্মীদের আটকে দেয়। একই সঙ্গে পুলিশ সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে এগিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু পুলিশও নাছোর বান্দা হয়ে ওঠে। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি কোন্নগরে প্রায় ছয় ঘন্টা অবস্থান বিক্ষোভে সামিল হয়। এই ঘটনা চাউর হতেই চুঁচুড়ায় বিজেপির নেতা কর্মীরা হুগলিমোড় এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

এদিন সুকান্ত মজুমদার বলেন, আমাদের আটকাতে পুলিশ যেখানে ব্যারিকেট করেছে। সেখানে কোনও ১৪৪ ধারা নেই। কিন্তু, রিষড়ায় অশান্তির পর সেই এলাকায় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রবেশ করলেন। পুলিশ সেটা কিভাবে অনুমোদন করল। আদপে পুলিশ তৃণমূল ক্যাডারদের মত কাজ করছেন। এদিন দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভের পর তিনি মানুষের সার্থে অবস্থান বিক্ষোভ তুলে নেন বলে জানান। পাশাপাশি মঙ্গলবার ফের শ্রীরামপুর বটতলায় সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসবেন বলে জানান। একই সঙ্গে রাজ্য সভাপতি বলেন, সেখানে যা ঘটেছে সবটাই দিল্লিতে জানাব।

Hooghly

Apr 01 2023, 18:25

*সিপিএম কর্মীদের মারধর করলো তৃণমূল! এলাকায় চাঞ্চল্য*


দেওয়াল লেখাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ঘটনাটি হুগলির গোঘাটে।সিপিএম কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

যদিও সিপিএমের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ শাসকের। ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল বাহিনী।

আহত উভয়পক্ষের ১০-১২ জন।ঘটনার সূত্রপাত, দেওয়াল লেখাকে কেন্দ্র করে।শনিবার গোঘাটের কামারপুকুর এলাকায় দেওয়াল লিখন করতে যায় সিপিএম কর্মী সমর্থকরা।অভিযোগ, সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী তাদের দেওয়াল লিখনে বাধা দেয়।

তার পর শুরু হয় বচসা।সেখানেই বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।শুধু তাই নয়, আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, সেখানেও দ্বিতীয় দফায় হামলা চালায় বলে অভিযোগ।হাসপাতাল চত্বরেও লাঠি বাঁশ দিয়ে হামলা চালায়।আক্রান্ত হয় বেশ কিছু সিপিএম কর্মী।খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।যদিও শাসকের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, তাদের দেওয়াল লেখা মুছে দেওয়াল লেখার প্রতিবাদ করায় পাল্টা তৃণমূল কর্মীদের কে মারধরের অভিযোগ শাসকের।

একদিকে রয়েছে দলীয় কার্যালয়ে সিপিএমের জমায়েত অন্যদিকে পাল্টা জমায়েত করে তৃণমূলের স্লোগান।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কামারপুকুর এলাকায়।

ঘটনায় আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Hooghly

Apr 01 2023, 14:18

*সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে প্রেমিকাকে হত্যার চেষ্টা*

বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, বাড়িতে কেউ না থাকায় রক্ষা, প্রেমিককে আটক করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনা হুগলির পোলবার সুগন্ধায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার বাসিন্দা দীনবন্ধু ঢ্যাং এর স্ত্রীর ফেসবুকে আলাপ হয় সপ্তগ্রামের অঞ্জন পাত্রের সঙ্গে। আলাপ থেকে ফোনে যোগাযোগ, সম্পর্ক গভীর হয় দুজনের। বছর খানেক ধরে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বধু সেই সম্পর্ক ছেড়ে স্বামী সন্তানের সঙ্গে থাকতে চাওয়াতেই সমস্যা শুরু হয়। বধুর অভিযোগ প্রথমে ভালো বন্ধু হলেও পরে তাকে জোর করতে থাকে অঞ্জন, তার সঙ্গে থাকতে হবে বলে। গত জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় সে। সেখানে ওই মহিলাকে মারধোর করা হত বলে অভিযোগ। তিন মাস পর স্বামীর ঘরে ফিরেও আসেন তিনি।এরপর থেকেই নিয়মিত হুমকি দিতে থাকে অঞ্জন। তার সঙ্গে না গেলে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। এর আগেও একবার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে সে। গতকাল অমরপুর ফুটবল মাঠে দুজনের দেখা হয়। সুগন্ধা দিল্লী রোডের কাছে একটি বাড়ি আছে বধুর। সেখানে এসে অঞ্জন তাকে জোর করতে থাকে। বধুর স্বামী দীনবন্ধু তাকে বিরত করেন। বধু অঞ্জনকে বোঝান তার স্বামী সন্তান আছে। নাছোর বান্দা অঞ্জন দেখে নেবার হুমকি দিয়ে তখনকার মত চলে যায়।

 দীনবন্ধুর সুগন্ধা স্কুলের সামনে আরো একটি বাড়ি রয়েছে। গভীর রাতে সেই বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। পুলিশ ও দমকলে খবর দেন প্রতিবেশিরা।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।ততক্ষণে অবশ্য ঘরের সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে।

বধুর অভিযোগ অঞ্জনই এই কান্ড করেছে। সম্পর্ক রাখতে চাইনি বলে ফেসবুকে আমার খারাপ ছবি ছেড়ে দিত। বলত আমাদের পুড়িয়ে মেরে দেবে।আমরা অন্য বাড়িতে আছি জানত না।কপাল ভালো আমরা কেউ ছিলাম না।

বধুর শ্বশুর পরেশ ঢ্যাং জানিয়েছেন দিন পনেরো কেউ এই বাড়িতে থাকে না। রাত দেড়টা নাগাদ আমরা জানতে পারি।বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে বাড়িতে।

পোলবা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

Hooghly

Mar 31 2023, 10:56

*নিজের যোগ্যতায় চাকরি পেয়েও টাকা নিয়েছিলো অয়ন শীল!*

নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের থেকেও লাখ লাখ টাকা দাবী করেছিল অয়ন শীল ,না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ! অভিযোগ চূঁচুড়ার চয়নিকা র।

পুরসভায় কাজে যোগ দিয়েও টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি চুঁচুড়ার চয়নিকা আঢ্য। ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেনীর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন চুঁচুড়া ষন্ডেশ্বরতলার চয়নিকা আঢ্য।জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়ান ভালো অ্যাথলিট চয়নিকা প্লেয়ার্স কোটায় সেই চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউ এ ডাক পান।ইন্টারভিউ এর পর চাকরি হয়ে যায় তার। ১১ নভেম্বর ২০১৯ সালে জয়েনিং লেটারও দেওয়া হয় পুরসভার তরফে।

চয়নিকা জানান,এক পুলিশ কর্মী একদিন তার বাড়িতে গিয়ে বলেন অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করতে, চাকরির ব্যাপারে কথা আছে।চয়নিকা তার বাবাকে নিয়ে চুঁচুড়া জগুদাসপাড়ায় অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করেন। অয়ন তাদের বলেন চাকরির জন্য পাঁচ লাখ টাকা দিতে হবে। চয়নিকা জানান তিনি তো অয়ন শীলের ক্যান্ডিডেট নন তাহলে কেন টাকা দেবেন! অত টাকা তার কাছে নেই।সেদিন ফিরে আসার পর অয়ন শীলের লোক তার সঙ্গে আবার যোগাযোগ করে এবং সল্ট লেকের অফিসে যেতে বলে। সল্ট লেকের অফিসে বাবাকে নিয়ে গিয়েও ছিলেন চয়নিকা, কিন্তু বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা না পেয়ে ফিরে আসেন তারা। পরে জানতে পারেন প্রতারনার অভিযোগ হয়েছে অয়ন শীলের বিরুদ্ধে।

সেসময় বিবাহ বিচ্ছেদ নিয়ে সমস্যা চলছিল চয়নিকার। বাড়িতে বৃদ্ধ বাবা মা, চাকরির খুব প্রয়োজন। তাই হাল না ছেড়ে টিটাগড় পুরসভায় গিয়ে কথা বলেন চেয়ারম্যানের সঙ্গে। হবে না হবে না করেও তাকে জয়েন করানো হয় পুরসভায়। বেতনের জন্য স্থানীয় বেসরকারি ব্যাঙ্কে জিরো ব্যালান্সে একাউন্ট খোলা থেকে এটিএম কার্ড সব করে দেওয়া হয়। ছয় দিন কাজও করেন পুরসভার চতুর্থ শ্রেনীর কর্মী হিসাবে। তারপর তাকে বের করে দেওয়া হয় পুরসভা থেকে।

চয়নিকা বলেন,নিয়োগ তালিকায় তার ২২০ নম্বরে নাম ছিল। রাতারাতি সেই তালিকা পরিবর্তন করে যারা ছিল না তাদের নাম ঢু্কিয়ে দেওয়া হয়। সন্দেহ যারা টাকা দিতে পেরেছিল তাদের চাকরি দেওয়া হয়েছে। আর চয়নিকার মত যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এর পিছনে অয়ন শীল এবং নিয়োগ দূর্নীতি চক্র জড়িত।

অয়ন শীলের সংস্থা পানিহাটি সহ বেশ কয়েকটি পুরসভায় নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল। তার অফিস থেকে ইডি বিভিন্ন পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট উদ্ধার হয়েছে ইতিমধ্যে।

হুগলির প্রাক্তন তৃনমূল যুব নেতা

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল ইডি হেফাজতে রয়েছেন বর্তমানে । তার বিরুদ্ধে স্কুল, পুরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা তোলা ও বহু মানুষকে প্রতারিত করার অভিযোগ।

Hooghly

Mar 28 2023, 17:22

*সিঙ্গুরের রতনপুর থেকে রাজ্যের ২২ টি জেলার ১২ হাজার কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী*

হুগলি: সিঙ্গুরের রতনপুর থেকে রাজ্যের ২২ টি জেলার ১২ হাজার কিলোমিটার রাস্তার শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুরকে আমি ভুলিনি, ভুলতে পারবো না। সিঙ্গুর, আন্দোলনের এক পুণ্য ভূমি। জমি আন্দোলনে এখানে আমি ২৬ দিন আমরণ অনশন করেছিলাম। কথা দিয়েছিলাম জমি ফিরিয়ে দেব, ফিরিয়ে দিয়েছি"।যারা অনিচ্ছুক কৃষক ছিল তারা আজ আবার তাঁদের জমিতে চাষ করছে। এই সিঙ্গুর আমার খুব প্ৰিয় জায়গা।

জোর করে জমি দখল করা যাবে না। সেই জমি অধিগ্রহণের আইন আমরা বদলে দিয়েছি। সিঙ্গুর আন্দোলনের কথা এখন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।৮ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। সেখানে অনেক ছেলেমেয়ের চাকরি হবে।সেই সিঙ্গুরের মাটি আবার ছুঁয়ে গেলাম। কারন আবার কাল ও পরশু আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসব। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাঁরই প্রতিবাদে আবার ধরণায় বসব। 

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে বলেন, আমাদের কেন্দ্র সরকারকে বলে যাই,"ওহে নন্দলাল ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল"।